ঢাকা, ১৩ ডিসেম্বর শনিবার, ২০২৫ || ২৯ অগ্রাহায়ণ ১৪৩২
good-food
৫০২

গুরুত্বপূর্ণ শহর মাজার-ই-শরিফ তালেবানদের দখলে 

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৩৯ ১৫ আগস্ট ২০২১  

আফগানিস্তানের উত্তরাঞ্চলের অন্যতম প্রধান শহর মাজার–ই–শরিফ দখলে নিয়েছে তালেবান। প্রেসিডেন্ট আশরাফ গনি সফরের তিন দিনের মধ্যে শহরটি আফগান সরকারি বাহিনীর হাতছাড়া হলো। এর মধ্য দিয়ে আফগানিস্তানের উত্তরাঞ্চলের সবগুলো বড় শহরে তালেবান যোদ্ধারা নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। খবর বিবিসি, আল জাজিরা।

 

মাজার-ই-শরিফ আফগানিস্তানের চতুর্থ বৃহত্তম শহর। দেশটির বালখ প্রদেশের রাজধানী এটি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে,  শনিবার শহরটি  বিনা বাধায় দখল করে নিয়েছে তালেবানরা। 


 
আফগানিস্তানের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র মাজার-ই-শরিফ। উজবেকিস্তান ও তাজিকিস্তানের সীমান্ত সংলগ্ন এ শহরটি গত শতকের নব্বইয়ের দশকে তালেবানের দখলে ছিল। মাজার-ই-শরিফ দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ১৯টি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। 

 

 তাঁরা কাবুল থেকে মাত্র ১১ কিলোমিটার (৭ মাইল) দূরে অবস্থান করছেন।